দেহরাদুন, ৯ জুলাই ( হি.স.) : আবহাওয়া দফতরের সতর্কতার মধ্যে শনিবার সকালে দেরাদুন সহ রাজ্য জুড়ে মুষলধারে বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর নৈনিতাল ও পাউরির জন্য রেড অ্যালার্ট এবং অন্যান্য জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। এই সতর্কতার পরিপ্রেক্ষিতে প্রশাসনও সতর্ক রয়েছে। নদীর তীরবর্তী বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।
শনিবার সকাল থেকে রাজধানী দেরাদুনে মাঝারি ও উচ্চ গতির মেঘের গর্জনে বৃষ্টি হচ্ছে। শুক্রবার গভীর রাত থেকে বৃষ্টি অব্যাহত থাকায় নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টি এত বেশি যে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।
শুক্রবার রাত থেকে বৃষ্টির কারণে ঋষিকেশ-বদরীনাথ জাতীয় সড়ক চামোলি জেলার লাম্বাগড় খাচাডু ড্রেনের কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে। মহাসড়কে ধ্বংসাবশেষ এবং ড্রেনে অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ায় মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। একই বৃষ্টিতে অলকানন্দা ও পিন্ডার নদীর জলস্তর বাড়তে শুরু করেছে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় সতর্ক রয়েছে দুর্যোগ বিভাগ ও প্রশাসন। নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সব জেলার জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ জেলায় বৃষ্টির বিষয়ে সতর্ক রয়েছেন।

