Football Final :দশরথ দেব গুডমর্নিং ক্লাবের প্রাইজমানি ফুটবলের ফাইনাল রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই।। ফাইভ-এ-সাইড নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরুতেই বেশ জমজমাট পর্যায়ে। সকাল-বিকেল মিলিয়ে ১৫টি ম্যাচের পর আগামীকাল অন্তিম দিনে হবে চূড়ান্ত পর্যায়ের খেলা। সকালে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর বিকেলে হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাস্টারদা সূর্যসেন ক্লাব খেলবে উমাকান্ত ব্লু দলের সাথে। অপর কোয়ার্টার ফাইনালে মধুপুর ফুটবল ক্লাব খেলবে স্টার-এইট দলের বিরুদ্ধে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে দশরথ দেব গুড মর্নিং ক্লাব খেলবে কে বি এফ সি-র বিরুদ্ধে। অপর কোয়ার্টার ফাইনালে উদীয়মান সংঘ খেলবে পুলিশ বি-দলের বিরুদ্ধে। আজ, শনিবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।  অনুষ্ঠানে উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন ফুটবলার রঞ্জিত দাস, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি তথা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, কোষাধ্যক্ষ  শংকর দত্ত, ভেটারেন ফুটবল এসোসিয়েশনের সচিব রঞ্জিত দেব এবং সাই স্যাগ প্রধান রবীন্দর দেব প্রমূখ উপস্থিত ছিলেন। আয়োজক বাধারঘাটের দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাব। খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এছাড়া, সেমিফাইনাল ও ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ এবং বেস্ট প্লেয়ার ট্রফি প্রদান করা হবে। ফাইনাল ম্যাচের শেষে হবে প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে সভাপতি গৌতম ব্যানার্জি এবং সম্পাদক শান্তিপদ (স্বপন) দেব প্রমূখ সংশ্লিষ্ট ক্রীড়া প্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন।