শ্রীনগর, ৮ জুলাই (হি. স.) : অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে অন্তত আটজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী। বিপর্যয় মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
শুক্রবার সন্ধ্যায় অমরনাথ গুহার কাছে কালীমাতা ও অমরনাথ গুহার মাঝখানে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে । যার কারণে অন্তত আটজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর এবং বহু তীর্থযাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। শুক্রবার আচমকা মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভেসে গিয়েছে পুণ্যার্থীদের কয়েকটি ক্যাম্প। সেখানে প্রায় ১০ থেকে ১২ হাজার যাত্রী রয়েছেন। উদ্ধার কাজ চালাতে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল পাঠানো হয়েছে।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, আজ বিকেল ৫.৩০ মিনিট নাগাদ অমরনাথ গুহার কাছে আচমকা মেঘ ভাঙা বৃষ্টি হয়। ফলে পাহাড় থেকে প্রবল বেগে নেমে আসে বিপুলাকৃতি জলের ধারা। ভেসে যায় ক্যাম্পের ২৫টি তাঁবু।সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ ও আইটিবিপি-র সদস্যরা।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জম্মু ও কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, জলের তোড়ে অমরনাথ ক্যাম্পের কয়েকটি লঙ্গরখানা ভেসে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত হেলিকপ্টার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। সেখানে কাজ করছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
প্রসঙ্গত, গত ১ জুলাই প্রথম ব্যাচের ভক্ত দর্শন করেন এবং ৭ জুলাইয়ের মধ্যে এই সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। তবে, এর মধ্যে খারাপ আবহাওয়ার কারণে যাত্রাও স্থগিত করা হয়েছিল । এনডিআরএফ এবং এসডিআরএফ-এর দল সহ নিরাপত্তা বাহিনী ত্রাণ ও উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে।