Howrah:সাঁকরাইলে গৃহস্থের বাড়িতে চুরি, খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না

হাওড়া, ৯ জুলাই (হি. স.) : হাওড়ার সাঁকরাইল থানার নাবঘড়া এলাকায় ভোররাতে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটল। খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না ।ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে।

জানা গিয়েছে, এদিন ভোর ৪টে নাগাদ কয়েকজন দুষ্কৃতী মিলে নাবঘড়ার বাসিন্দা তপন মণ্ডলের বাড়িতে হানা দেয়। সেই ব্যক্তির একটি ফটো স্টুডিও রয়েছে। তিনতলার ছাদের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে।
পুলিশ বাড়়ির মালিক তপন মণ্ডলের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন দোতালার ঘরে মেয়ের ঘরের দরজা ভেজানো ছিল সেই সময়। আলমারির চাবি বিছানার পাশে ছিল। দুষ্কৃতীরা সেই আলমারি খুলে চুরি করেছে। সাঁকরাইল থানার পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।