কলকাতা, ৯ জুলাই (হি.স.): বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির মুখপাত্র এম ভি রাজীব গৌড়া।
শনিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, উদয়পুর থেকে কাশ্মীর সর্বত্রই হিংসার পরিবেশ তৈরি হয়েছে। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছেন। এদিন কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন রাজীব গৌড়া।
তিনি এদিন আরও জানান, ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে আগামী ৯ আগস্ট দেশব্যাপী পদযাত্রায় আয়োজন করবে কংগ্রেস। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান রাজীব গৌড়া।

