নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ কাজের সন্ধানে উত্তর জেলা থেকে কৈলাসহরের ছনতৈল গ্রামে এসে অস্বাভাবিক মৃত্যু এক শ্রমিকের৷ ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে৷ ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার ধর্মনগরের উষা ভাট্টা থেকে ৫৮ বছর বয়সী বিষ্ণু ব্যানার্জি ও উনার স্ত্রী বৃহস্পতিবার কাজের সন্ধানে কৈলাসহরে আসেন৷ রাত আনুমানিক ১০টা নাগাদ চন্ডিপুর ব্লকের অন্তর্গত ছনতৈল গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা পূর্ব পরিচিত উত্তম গোয়ালার বাড়িতে যান৷ সেখানে স্বামী স্ত্রী রাতের খাবার খায়, উত্তম গোয়ালা তার ঘরের বারান্দায় তাদের রাত্রি যাপনের ব্যবস্থা করে ঘুমিয়ে পরে৷ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বারান্দায় তাদের দেখতে পাওয়া যায়নি৷ কিছুক্ষণ পরে হঠাৎ করেই খবর আসে উত্তম গোয়ালার বাড়ীর কাছেই একটি অস্থায়ী ছাউনির নিচে এক বয়স্ক ব্যাক্তির মৃতদেহ পরে রয়েছে৷ সাথে একজন মহিলা বসে রয়েছে৷ উত্তম গোয়ালা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় বিষ্ণু ব্যানার্জীর মৃতদেহ নিয়ে উনার স্ত্রী বসে রয়েছেন৷ সাথে সাথে এলাকার জনপ্রতিনিধি ও কৈলাশহর থানায় খবর দেওয়া হয়৷ কিভাবে বিষ্ণু ব্যানার্জীর মৃত্যু হল সে নিয়ে একদিকে যেমন ওনার স্ত্রী কিছু বলতে পারছেন না তেমনি উত্তম গোয়ালার বাড়িতে রাত্রি যাপন করার ব্যবস্থা করা হলেও ঠিক কি কারণে এবং কখন তারা এই অস্থায়ী ছাউনিতে এসেছেন সে ব্যাপারেও তৈরি হয়েছে ধোঁয়াশার৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ এ ব্যাপারে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানিয়ে উত্তম গোয়ালা কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেছে৷
2022-07-08