নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শোকবার্তায় রাজনাথ জানিয়েছেন, ভারত ঘনিষ্ঠ এক বন্ধুকে হারাল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সকালে গুলিবিদ্ধ হন শিনজো। পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা পেশের সময় আচমকা গুলি চালানো হয়। তাঁর বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, চিকিৎসকদের সব চেষ্টা শেষমেশ ব্যর্থ হয়ে গেল। প্রয়াত হয়েছন শিনজো।
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর অকাল-প্রয়াণে শোকপ্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, ২০১৯ সালে আমার জাপান সফরের সময় শিনজো আবের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি একজন অনুপ্রেরণাদায়ক নেতা, নিরাপদ এবং উন্নত বিশ্ব তৈরি করার স্বপ্ন ছিল তাঁর। রাষ্ট্রনায়কত্বের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যায় গভীরভাবে শোকাহত। ভারত এমন একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছে, যে প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় করার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন। রাজনাথ জানিয়েছেন, শিনজোর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা স্বরূপ ৯ জুলাই, শনিবার একদিনের জাতীয় শোক পালন করা হবে।
শিনজোর বয়স হয়েছিল ৬৭ বছর। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন শিনজো। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। শিনজোকে হত্যায় জড়িত আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।