Chhatradhar:জামিন বা হাসপাতাল নয়, ছত্রধরকে থাকতে হবে জেলেই

কলকাতা, ৮ জুলাই (হি. স.) : ছত্রধর মাহাতর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ হয়ে গেল। আবেদন খারিজ করেছে বিশেষ এনআইএ আদালত। বিচারকের নির্দেশ হাসপাতাল নয়, জেলেই করাতে হবে চিকিৎসা। পরবর্তী শুনানি আগামী ১৯ জুলাই। ততদিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল। উল্লেখ্য, ছত্রধরের নামে চলছে রাজধানী এক্সপ্রেস পণবন্দি মামলা। এই ঘটনা ঘটেছিল বাঁশতলায়। তাতে নাম জড়িয়েছিল ছত্রধরের।

শুক্রবার আদালতে ছত্রধর মাহাতর আইনজীবী আবেদন জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর জন্য। সেই আবেদন খারিজ করেন বিচারক। মেদিনীপুর হাসপাতাল থেকে কলকাতা রওনা দেওয়ার উদ্দেশ্যে ছত্রধর মাহাতর স্ত্রী বলেছিলেন, আদালত অনুমতি দিলে ছত্রধরের চিকিৎসা করানো হবে এসএসকেএম বা অন্য হাসপাতালে। যদিও তা আর হল না। বিচারকের নির্দেশ, জেলেই চিকিৎসা করাতে হবে ছত্রধরকে।

বিয়ে ছিল দুই ছেলের। এনআইএ আদালতে প্রমাণ হিসেবে কার্ড জমা দিয়ে প্যারোলে ছাড়া পেয়েছিলেন ছত্রধর মাহাত। আদালতের নির্দেশ ছিল শুক্রবার হাজিরা দেওয়ার। তবে শুক্রবার বুকে ব্যথা ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছিল ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হসপিটালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শুক্রবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়। ‘রিস্ক বন্ডে’ সই করে এনআইএ আদালতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়েছিলেন হুইল চেয়ারে চেপেই।