সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন মিলল সাংবাদিক জুবেইরের

নয়াদিল্লি, ৮ জুলাই ( হি.স.) : সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন মিলল সাংবাদিক জুবেরের। ২০১৮ সালের একটি ‘আপত্তিকর’ টুইটের জন্য সপ্তাহ খানেক আগে অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। অভিযোগ, ওই টুইটের ফলে একটি বিশেষ ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। যদিও জুবেইরের ঘনিষ্ঠ মহলের দাবি, একটি পুরনো মামলায় অন্যায় ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি আদালতের নির্দেশ ছিল, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

অপরদিকে দিল্লি পুলিশও আদালতকে জানায়, ‘খ্যাতি পাওয়ার জন্য এই ধরনের টুইট ব্যবহার করে জুবেইর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। পুলিশের দাবি, জুবেইরের বিভিন্ন বক্তব্য এবং পোস্টে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। ওই সব পোস্টের জন্য দেশে হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরে দিল্লি পুলিশ ধৃত সাংবাদিকের বিরুদ্ধে নতুন তিনটি মামলা দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির ২০১ (প্রমাণ লোপাট), ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) এবং বিদেশী অনুদান নিয়ন্ত্রণ আইনের ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের হয়। তদন্তকারীরা জুবেইরের মোবাইল ফোন এবং একটি হার্ডডিস্কও বাজেয়াপ্ত করা হয়।