দুর্গাপুর, ৮ জুলাই (হি. স.) দু’দিন ধরে নিখোঁজ শিশু। সন্ধান না পেয়ে অন্ডাল থানায় বিক্ষোভ দেখাল পরিবারের লোকজন ও এলাকাবাসী। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল অন্ডাল থানা এলাকায়।
পরিবার সুত্রে জানা গেছে, নিখোঁজ শিশুর নাম সৌরভ বাউরী। অন্ডালের কাজোড়া মাধবপুর এলাকার বাসিন্দা। গত বুধবার দুপুর নাগাদ খেলার জন্য বাড়ি থেকে বের হয়েছিল বলে অভিযোগ। সন্ধ্যা পর্যন্ত সৌরভ বাড়ি না ফেরাই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। রাতভর গোটা এলাকায় খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার অন্ডাল থানায় নিখোঁজ ডাইরি করে। পরিবারের লোকজনের অভিযোগ, শিশুটিকে খুঁজতে পুলিশ সহযোগিতা করছে না। তাদের দাবী, বুধবার সন্ধ্যায় স্থানীয় কেসিপাল এলাকায় সন্দেহভাজন এক মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দেযওয়া হয়। পুলিশ সেই মহিলাকে ছেড়ে দিয়েছে। শুক্রবার নিখোঁজ শিশুর পরিবার ও স্থানীয়রা অন্ডাল থানায় এসে বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টাখানেক থানার সামনে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে।