Uttar Pradesh:উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় মৃত ২, জখম ৯ জন

গাজিয়াপুর, ৮ জুলাই ( হি.স.) : শুক্রবার সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে টেম্পোর সংঘর্ষে টেম্পোতে থাকা একই পরিবারের দুজনের মৃত্যু ও নয়জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার রাতে পরিবার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

সিগাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল তিওয়ারি জানিয়েছেন, রামজি বাঁশফোর (৪৫) এবং তাঁর বোন চম্পা বাঁশফোর (৪৭) মারা গিয়েছেন এবং পরিবারের নয়জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।