ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।। আগামীকাল অভিয়ান শুরু করছে ত্রিপুরা। উদ্বোধনী ম্যাচে আগামীকাল, বৃহস্পতিবার ত্রিপুরার প্রতিপক্ষ অরুনাচল প্রদেশ টাইগার্স। দুপুর সাড়ে ১২ টায় হবে ম্যাচটি। মনিপুরে অনুষ্ঠিত পূর্বোত্তর আমন্ত্রণ মূলক প্রাইজমানি বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। আগামীকাল থেকে শুরু হবে আসর। চলবে ২৪ জুলাই পর্যন্ত। আসরে অংশ নিতে মঙ্গলবার দুপুরের বিমানে মনিপুর গেলেন রাজ্য দলের ফুটবলাররা। আজ, বুধবার সকালে রিও মাঠে অনুশীলন সেরে নেন দিপালী হালামরা। উদ্বোধনী ম্যাচে জয় পাওয়া নিয়ে আশাবাদী ত্রিপুরা দলের ফুটবলাররা। ফুটবলারদের শারীরিক ভাষায় তারই ইঙ্গিত দিয়েছে। ৮ জুলাই আসাম হিলস, ১১ জুলাই মেঘালয় লিওপার্ডস এবং ১২ জুলাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে সিকিম পান্ডাস-এর বিরুদ্ধে। ৮টি দল আসরে অংশ নিচ্ছে। দুটি গ্রুপে রাখা হয়েছে দলগুলোকে। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে। ত্রিপুরার কোচ সুজিৎ ঘোষ মনিপুর থেকে টেলিফোনে বলেন, “ভালো খেলা নিয়ে মেয়েরা আশাবাদী। আগামীকাল প্রথম ম্যাচে জয় পেলেই মেয়েদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। তা মাথায় রেখেই যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আশাকরি মেয়েরা হতাশ করবে না”। অরুনাচলের বিরুদ্ধে ত্রিপুরা আক্রমণাত্মক ফুটবল খেলবে। তা মাথায় রেখেই শুরুতে ৪-৪-২ ছকে খেললেও ম্যাচ যত গড়াবে তখন ৪-৩-৩ ছকে খেলার পরিকল্পনা রয়েছে কোচের। তবে সংবাদ লেখা পর্যন্ত প্রথম একাদশ গড়া হয়নি। ত্রিপুরা থেকে ১২ জন ফুটবলার আসরে অংশ নিয়েছে। স্পন্সররা আরও ৬ জন করে ফুটবলার প্রতিটি দলকে দেবে। ফলে পুরো দল হাতে পেলেই গড়া হবে প্রথম একাদশ। দলনেত্রী দিপালী হালামও প্রথম ম্যাচে জয় পাওয়া নিয়ে আশাবাদী। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫ এবং ২.৫ লাখ টাকা।
ত্রিপুরা দল: খাসমাইতি রিয়াং, অঞ্জনা ত্রিপুরা, ইলিশা জমাতিয়া, সালোনি জমাতিয়া, রতিকা রিয়াং, শম্পিলী জমাতিয়া, শাকচান্তি রিয়াং, ধনিতা রিয়াং, টেরেসা ডার্লং, বাসন্তি রিয়াং, পঞ্চমী দেবনাথ এবং দিপালী হালাম। কোচ: সুজিৎ ঘোষ। ম্যানেজার: সুপ্রিয়া দেব।
2022-07-06