Volleyball:আন্তঃকলেজ ভলিবলে এম.বি.বি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।। আন্তঃ কলেজ ভলিবল টুর্নামেন্টে এম.বি.বি কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে। টিম
এম.বি.বি ইউনিভার্সিটি পেয়েছে রানার্স খেতাব। এম.বি.বি কলেজ মাঠে আয়োজিত আন্তঃ কলেজ ভলিবল টুর্নামেন্টে মহিলা বিভাগে গার্লস-বি দল ২৫-১১, ১২-২৫ ও ১৫-২ পয়েন্টে গার্লস-এ দলকে হারিয়ে খেতাব জিতে নিয়েছে। ছেলেদের বিভাগে টিম এম.বি.বি ইউনিভার্সিটি ১৬-২৫, ২৫-১৭ ও ১৫-৬ পয়েন্টে বি.বি.এম.সি-কে পরাজিত করে ফাইনালে উঠে। অপর খেলায় এম.বি.বি কলেজ দল ২৫-৯ ও ২৫-১৪ পয়েন্টে ত্রিপুরা ল্ কলেজ-কে পরাজিত করে ফাইনালে ওঠে। খেতাবী লড়াইয়ে এম.বি.বি কলেজ ২৫-২২ ও ২৫-২০ পয়েন্টে টিম এম.বি.বি ইউনিভার্সিটি-কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিয়েছে। প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত এম.বি.বি ইউনিভার্সিটি-র উপাচার্য প্রফেসর সত্যদেও পোদ্দার প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *