কুল্লু ও শিমলা, ৬ জুলাই (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল হিমাচল প্রদেশের কুল্লু জেলা। বুধবার ভোরে কুল্লু জেলার আন্নি মহকুমার বুছের পঞ্চায়েতের খাদভি, তারালা এবং সরাট গ্রামে ভয়ঙ্কর বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। কুল্লুর পুলিশ সুপার গুরুদেব শর্মা জানিয়েছেন, ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কুল্লুজেলার মণিকরণ উপত্যকায়। চোজ গ্রামে জলের তোড়ে ভেসে গিয়েছে অনেক বাড়ি।
গত কয়েক দিন ধরেই হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। হঠাৎই মেঘভাঙা বৃষ্টির জেরে স্থানীয় নদীর জলস্তর বেড়ে গিয়ে হড়পা বান দেখা গিয়েছে। কুল্লু জেলার খাড়ভি, তরলা ইত্যাদি এলাকা ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত। জলের তোড়ে একাধিক গাড়ির ভেসে যাওয়ার খবর মিলেছে। যদিও হতাহতের কোনও খবর মেলেনি। হড়পা বান এবং প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বাড়ি থেকে চাষের জমির।
অন্যদিকে, হিমাচল প্রদেশের শিমলার ঢালিতে মৃত্যু হয়েছে একটি মেয়ের। শিমলা পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে ঘুমিয়ে ছিল মেয়েটি, ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে ওই মেয়েটির মৃত্যু হয়েছে। আরও দু’জন আহত হয়েছেন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।