নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): সিঙ্গাপুরে সে দেশের উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। লরেন্স ওং-এর সঙ্গে সাক্ষাৎ করার পর বুধবার সকালে জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, “সিঙ্গাপুরের উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার বিষয়ে সুন্দর আলোচনা হয়েছে। এছাড়াও বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছি আমরা।”
প্রসঙ্গত, সিঙ্গাপুর সফরের পর ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর যাবেন ইন্দোনেশিয়ার বালিতে, ৭-৮ জুলাই বালিতে থাকবেন তিনি। জি-২০ বিদেশ মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ৭-৮ জুলাই ইন্দোনেশিয়ার বালি সফর করবেন তিনি। ইন্দোনেশিয়া জি-২০ প্রেসিডেন্সি ফ্রেমওয়ার্কে বৈঠকের পৌরহিত্য করছে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রক। অংশগ্রহণকারী মন্ত্রীরা সমসাময়িক প্রাসঙ্গিকতার বিষয়ে আলোচনা করবেন, যেমন বহুপাক্ষিকতাকে শক্তিশালী করা এবং বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ। এই সফরের সময় অন্যান্য জি-২০ সদস্য দেশ এবং আমন্ত্রিত দেশগুলির মন্ত্রীদের সঙ্গে জয়শঙ্কর দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।