ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।। শতদল সংঘে ছোটদের ক্রিকেট প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। অনূর্ধ্ব ১৩ ও অনুর্ধ ১৫ ক্ষুদে ক্রিকেটারদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুমোদিত শতদল সংঘের হয়ে খেলার জন্য ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে ভর্তি হতে ইচ্ছুক ক্ষুদে ক্রিকেটারদের রাজু রায় (ফোন ৮৭৩২০৯৯০৮৮), শুভম সাহা, রতন বণিক ও দুলাল সাহা প্রমুখদের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান করা হচ্ছে। শতদল সংঘের সম্পাদক অধীর দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2022-07-06