চিত্রকূট, ৫ জুলাই (হি.স.): উত্তর প্রদেশে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মেগা বৃক্ষরোপণ অভিযান। ৩ দিনের এই অভিযানে মোট ২৫ কোটি চারাগাছ রোপণ করা হবে। এদিন উত্তর প্রদেশের চিত্রকূট থেকে মেগা বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী এদিন বলেছেন, “প্রতিটি দরিদ্র পরিবারের বাড়ির পাশে একটি করে সহজন গাছ লাগানো হলে অপুষ্টি থাকবে না। আমরা রাজ্যের পরিবারগুলিকে বিনামূল্যে লক্ষাধিক সহজন গাছ সরবরাহ করব।”
যোগী আদিত্যনাথ আরও বলেছেন, আমরা জল সংরক্ষণের ক্ষেত্রে নিজেদের চিরাচরিত পদ্ধতিগুলি পরিত্যাগ করেছি। আর তাই আমরা বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতির সম্মুখীন হচ্ছি। নির্বিচারে অরণ্য বিনাশই প্রধান কারণ। এই ৫ বছরে রাজ্যে ১০০ কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে।” এদিন চিত্রকূটে চারাগাছ রোপণ করে ‘মেগা বৃক্ষরোপণ কর্মসূচি’ শুরু করেছেন যোগী আদিত্যনাথ। তিনি এদিন টুইট করে আহ্বান জানান, ‘বৃক্ষরোপণ জন আন্দোলন-২০২২’-এর অধীনে পরিচালিত এই জনকল্যাণমূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষায় নিবেদিত এই আন্দোলনকে সফল ও অর্থবহ করে তুলুন।