Arrested: লুকোচুরি শেষ, লখনউ থেকে গ্রেফতার কানপুর সংঘর্ষের অভিযুক্ত হাজি ভাসি

কানপুর, ৫ জুলাই (হি.স.): দীর্ঘদিন লুকিয়ে থেকেও শেষরক্ষা হল না, কানপুর সংঘর্ষের ঘটনায় অন্যতম অভিযুক্ত হাজি ভাসিকে লখনউ থেকে গ্রেফতার করেছে কানপুর পুলিশ। গত ৩ জুন কানপুর সংঘর্ষে অর্থ দিয়ে সাহায্য করায় অভিযুক্ত হাজি ভাসি, সেই থেকেই সে পলাতক ছিল। অবশেষে সোমবার রাতে লখনউ থেকে হাজি ভাসিকে গ্রেফতার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার এ পি তিওয়ারি জানিয়েছেন, সোমবার রাতে হাজি ভাসিকে গ্রেফতার করেছে কানপুর পুলিশ। গত ৩ জুন কানপুর সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত সে। সংঘর্ষের দিন থেকেই তাকে খুঁজছিল পুলিশ, দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্যেও অভিযান চালানো হয়েছিল। অবশেষে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে হাজি ভাসি কে।