কাঠমান্ডু, ৫ জুলাই (হি.স.): নেপালের রামেছাপে জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ৩০-৩৫ মিটার নীচে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সুনাপাতি গ্রামীণ পৌরসভা-৫ এবং খান্দাদেবী পৌরসভা-১-এর সীমানায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি (বিএ ৩ কেএইচএ ৮৩৯৬) রামেছাপে জেলা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আসছিল।
রামেছাপের প্রধান জেলা আধিকারিক দীপক কুমার পাহাড়ি জানিয়েছেন, রাস্তা থেকে ৩০-৩৫ মিটার নীচে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি। দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়, পরে আরও ৪ জন প্রাণ হারান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, তাঁদের মধ্যে ৩ জনকে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। মৃতদের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

