ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।।স্থগিত হওয়া রাজ্য স্কুল রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হবে ১০ জুলাই। চলবে ১১ জুলাই পর্যন্ত। রাজ্য দাবা সংস্থার সচিব দীপক সাহা এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। এ আই সি এফ এবং রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী রাজ্য স্কুল দাবা শুরু হওয়ার কথা ছিলো ১৯ জুন থেকে। কিন্তু মুষলধারে বৃষ্টির জন্য স্থগিত রাখা হয়েছিল আসর। এরপরই ঘোষনা হয়েছিলো ১০-১১ জুলাই হবে আসর। ঘোষনার পরই সমস্যা দেখা দেয়। বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকায় আপর্তি জানাতে থাকেন অভিভাবকরা। এনিয়ে রাজ্য সংস্থার কর্তাদের সঙ্গে হয় সভা অভিভাবকদের। বিশেষ করে সমস্যা দেখা দেয় অনূর্ধ্ব-১৭ এবং ১৯ জাতীয় আসরে অংশ নেওয়া দাবাড়ুদের। কিন্তু ফেডারেশনের যে নির্দেশ তাতে ১৫ জুলাই এর মধ্যে আসর শেষ করে বিজয়ীদের নাম পাঠাতেই হবে। তাই বাধ্য হয়েই রাজ্য সংস্থার কর্তারা ওই দিনটি বেছে নেন। প্রসঙ্গত: ৪৪ তম চেস আলিম্পিয়াডকে সামনে রেখেই হবে ওই আসর। প্রতিযোগিতায় সেরা দুইজন বালক এবং বালিকাদের পাশাপাশি সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে এবং মেয়ে- মোট ৬ জনকে চেন্নাই অলিম্পিয়াড বিশ্ব বরেন্য দাবাড়ুদের খেলা দেখার সুযোগ করে দেবে ফেডারেশন বিনা খরচে। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ আগামী ৭ জুলাই সন্ধ্যা ছটার মধ্যে। ত্রিপুরা দাবা সংস্থার অফিস গৃহে নাম নথিভুক্ত করা যাবে। রাজ্যের সকল অনূর্ধ্ব ১৫ দাবা খেলোয়াড়দের আহবান করা হচ্ছে এই টুর্নামেন্ট সফল করে তোলার জন্য। সংস্থার অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন ।