Death :নেশা কারবার নিয়ে বাবাকে বেধরক পেটাল ছেলে

আগরতলা, ৪ জুলাই ৷৷ নেশার সামগ্রী বিক্রি না করার জন্য বারণ করায় জন্মদাতা পিতার উপর আক্রমন করে গুণধর পুত্র৷ ঘটনা মহারানী ফাঁড়ী থানার অন্তর্গত হিরাপুর এলাকায়৷

ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার রাতে হিরাপুর এলাকায় উওম দাস নামে তার পুত্র আকাশ দাসকে নেশার সামগ্রী বিক্রি না করার জন্য বারণ করলে গুণধর পুত্র তার বাবার উপর বাঁশ দিয় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন৷ এতে  গুরুতরভাবে আহত হয় বাবা উওম দাস৷ বাবাকে এলোপাতাড়ি আঘাত করতে দেখে ঘর থেকে দৌড়ে এসে বড় ভাই আকাশ এর হাতে থেকে বাবাকে রক্ষা করার জন্য চেষ্টা করেন দশ বছরে ছোট বোন৷বাবাকে রক্ষা করার জন্য আসলে দশ বছরে নাবালিকা কন্যাও অল্পবিস্তর আহত হয়৷ গুণধর পুত্র আকাশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাশের বাড়িতে পালিয়ে গিয়ে যায়৷ পরবর্তীতে রাতেই পরিবারের অন্য লোকজনরা উওম দাসকে মহারানী হাসপাতালে নিয়ে যায়৷ সোমবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া পর রাধা কিশোর পুর থানায় গুণধর পুত্র আকাশ দাসের বিরুদ্ধে লিখিত মামলা করা হয়৷ হীরাপুর এলাকা মহারানী ফাঁড়ী থানারধীন হওয়ায় মামলাটি মহারানী ফাঁড়ী থানায় দেওয়া হয়৷ পুলিশ তদন্ত শুরু করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *