ভীমাভারম, ৪ জুলাই (হি.স.) : স্বাধীনতার জন্য জীবন দেওয়া যোদ্ধাদের স্বপ্নের দেশ হওয়া উচিত নতুন ভারত। আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার অন্ধ্রপ্রদেশের ভীমাভারমে স্বাধীনতা সংগ্রামী আল্লুরী সীতারামা রাজুর ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা সংগ্রামী আল্লুরী সীতারামা রাজুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনে একটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে দেশ একদিকে স্বাধীনতার ৭৫ বছরের অমৃত মহোৎসব উদযাপন করছে, অপরদিকে আল্লুরী সীতারামা রাজুর ১২৫ তম জন্মবার্ষিকীও উদযাপন করছে। একই সঙ্গে দেশের স্বাধীনতার জন্য রম্পা বিপ্লবেরও ১০০ বছর পূর্ণ হচ্ছে। আমি অন্ধ্রপ্রদেশের এই ভূমির মহান আদিবাসী ঐতিহ্য, এই ঐতিহ্য থেকে জন্ম নেওয়া সমস্ত মহান বিপ্লবী এবং ত্যাগীদের প্রতি শ্রদ্ধার সঙ্গে প্রণাম করছি।”
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “স্বাধীনতার সংগ্রাম শুধুমাত্র কয়েক বছরের ইতিহাস নয়, কয়েকটি এলাকার অথবা কিছু মানুষের নয়। এই ইতিহাস ভারতের প্রতিটি কোণের ত্যাগ, দৃঢ়তা এবং ত্যাগের ইতিহাস। আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আমাদের বৈচিত্র্যের শক্তির, আমাদের সাংস্কৃতিক শক্তির, দেশ হিসেবে আমাদের সংহতির প্রতীক।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “স্বাধীনতার আন্দোলনে তরুণ প্রজন্ম এগিয়ে এসে দেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছিল। নতুন ভারতের স্বপ্ন পূরণে এগিয়ে আসার জন্য বর্তমান তরুণ প্রজন্মের কাছে এটাই সেরা সুযোগ।” মোদীর কথায়, “বর্তমানে দেশে নতুন সুযোগ, নতুন মাত্রা উন্মোচিত হচ্ছে, নতুন চিন্তা, নতুন সম্ভাবনার জন্ম হচ্ছে। এই সম্ভাবনাগুলিকে উপলব্ধি করতে আমাদের বিপুল সংখ্যক তরুণ প্রজন্ম এই দায়িত্বগুলি নিজেদের কাঁধে তুলে নিয়েছে।” তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “অমৃতকলে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের সকলের। আমাদের নতুন ভারত তাঁদের স্বপ্নের ভারত হওয়া উচিত। এমন একটি ভারত – যেখানে দরিদ্র, কৃষক, শ্রমিক, অনগ্রসর, আদিবাসী সকলের জন্য সমান সুযোগ থাকবে।”

