Cricket:রাজ্য ক্রিকেটে নয়া ইতিহাস এখন শুধু সময়ের অপেক্ষায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।। রাজ্য ক্রিকেটে নয়া ইতিহাস রচিত হতে যাচ্ছে। বলা যায়, এখন শুধু সময়ের অপেক্ষায়। ত্রিপুরার ক্রিকেটে এবারই প্রথম রাজ্য রঞ্জি দলের হয়ে খেলার জন্য আসছেন কোনো ভারতীয় প্রাক্তন ইয়ং ক্রিকেটার। হ্যা, এটাই বাস্তব।  মেন্টর কাম অধিনায়কের দায়িত্বে এবার রাজ্য রঞ্জি দলের হয়ে খেলতে দেখা যাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে। এই বিষয়ে টিসিএর সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয়ে গেছে বাংলার এই ক্রিকেটারের।  জুলাইয়ের সাত কিংবা আট তারিখ আসছেন ত্রিপুরায় বাংলার এই ক্রিকেটার। এসে মৌ চুক্তি করবেন টিসিএর সঙ্গে। ত্রিপুরার ক্রিকেটে এর আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হিসেবে খেলে গেছেন অজয় রাত্রা, রিতেনদার সিং সৌধী। তবে তাদের যখন ক্রিকেট ক্যারিয়ার একদমই শেষের দিকে ছিল, তখন তারা এসেছিলেন রাজ্যের হয়ে রঞ্জি ট্রফির ফরম্যাটে খেলতে। খুব একটা প্রভাব তাঁরা রাখতে পারেননি। এবার তৃতীয় একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা আসছেন ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফির ফরম্যাটে খেলতে। অজয় রাত্রা, রিতেনদার সিং সৌধীর সঙ্গে ঋদ্ধিমান সাহার তফাৎ কিন্তু বিশাল। ঋদ্ধিমান সদ্য ভারতীয় দল থেকে একটু দূরে রয়েছেন। তাঁকে কিন্তু বিসিসিআই এখনো অফিসিয়াল ভাবে প্রাক্তনের তালিকায় রাখেন নি। তাই  এমন ইয়ং ক্রিকেটার কখনও আসেন নি ত্রিপুরা রাজ্যের রঞ্জি ফরম্যাটে, এটা বলা-ই শ্রেয়। এখন শুধুই অপেক্ষা তার আগরতলায় পা রাখার। এন.ও.সি পেয়ে গেছেন সিএবি থেকে ঋদ্ধিমান সাহা। এখন অপেক্ষা শুধু ঋদ্ধিমানের টিসিএতে আসার। তবে কতটাকার চুক্তি হয়েছে তার সঙ্গে টিসিএর এই বিষয়ে এখনোও কিছুই জানায় নি রাজ্য ক্রিকেট সংস্থা। এই বিষয়টা এখনোও ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। বাকিটা তো বলবে সময় আর ঋদ্ধিমান সাহার পারফরম্যান্স-ই। কেননা, ক্রিকেট কিন্তু অনিশ্চয়তার খেলা। এতে অনেক কিছুই হবার সম্ভাবনা প্রবল। আবার, অপ্রত্যাশিতভাবে অনেক কিছুই ঘটে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *