Monkeypox Infection: মাঙ্কিপক্স সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন হু, সাবধানতা অবলম্বন করতে আহ্বান

জেনেভা, ২ জুলাই (হি.স.): বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ইউরোপে ক্রমবর্ধমান মাঙ্কিপক্স-এর সংক্রমণ রুখতে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। গত দুই সপ্তাহে ইউরোপে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।

হু জানিয়েছে, গত দু’সপ্তাহে ইউরোপের দেশ গুলিতে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা দুই থেকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ইউরোপে হু-এর দায়িত্বপ্রাপ্ত ডাক্তার হেন্স হেন্দ্রি ক্লুগে অনুরোধ করেছেন যাতে এই সংক্রমণ বিশাল আকারে ছড়িয়ে না পড়ে তার জন্য যথাসম্ভব সাবধানতা গ্রহণ করতে। মাঙ্কিপক্সের এই সংক্রমণ বৃদ্ধি ইউরোপের বিভিন্ন দেশে ত্রাসের সৃষ্টি করেছে।