মুম্বই, ২ জুলাই ( হি. স.) : রাজ্যে ক্ষমতা হারানোর পর এবার দলকে মজবুত করবেন শিবসেনা সভাপতি তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, যাতে নেতা ও কর্মীরা দলের প্রতি অনুগত থাকেন।
সূত্রের মতে, শিব বন্ধনের অধীনে দলকে শক্তিশালী করতে শিবসেনা সভাপতি ঠাকরের নেতৃত্বে তাঁদের বিশ্বাস প্রকাশ করে একটি হলফনামা লিখতে হবে। হলফনামায় লিখতে হবে, তিনি পূজ্য উদ্ধব ঠাকরের নেতৃত্বে দৃঢ় বিশ্বাস রাখেন এবং তাঁর নিঃশর্ত সমর্থন থাকবে।
প্রসঙ্গত, একনাথ শিন্ডের নেতৃত্বে বিধায়কদের বিদ্রোহের পর শিবসেনা সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। তাঁর নেতৃত্বে, শিবসেনার ৩৯ জন বিধায়ক বিদ্রোহ করায় ঠাকরেকে মুখ্যমন্ত্রীর পদ হারাতে হয়েছে। বিপুল সংখ্যক দলীয় বিধায়ককে শিন্দে শিবিরে যোগ দিতে বাধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা নেতৃত্ব।