নয়াদিল্লি, ২ জুলাই ( হি. স.) : ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা সাংবাদিক ধৃত মহম্মদ জুবেইর-র বিরুদ্ধে আরও তিন অভিযোগ তুলল দিল্লি পুলিশ। ২০১৮-য় একটি টুইটে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে’, এই অভিযোগে দিল্লি পুলিশ ২৭ জুন তাঁকে গ্রেফতার করে। সাংবাদিকের গ্রেফতারির বিরোধিতা করেছে বিরোধীরা। এমনকী এর বিরোধিতা করে মুখ খুলেছে রাষ্ট্রসংঘও। যদিও এদিন জুবেইরের বিরুদ্ধে নতুন তিনটি মামলা দায়ের করল দিল্লি পুলিশ। তার মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ নষ্ট করা এবং বিদেশি অনুদান আইন লঙ্ঘন।
গত ২৭ জুনের গ্রেফতারের পর থেকে আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে ছিলেন জুবেইর। শনিবার সেই সময়সীমা শেষ হওয়ায় পাতিয়ালা হাউজ কোর্টে জামিনের আবেদন করেন মহম্মদ জুবেইরের আইনজীবী। অন্যদিকে নতুন করে পুলিশি হেফাজতের দাবি জানায় দিল্লি পুলিশ। এদিন আদালতকে পুলিশ জানায়, জুবেইরের বিরুদ্ধে নতুন তিনটি মামলা করা হয়েছে। সেগুলি হল অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ নষ্ট করা, এছাড়াও বিদেশি অনুদান আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে সাংবাদিকের বিরুদ্ধে। তবে দিল্লি পুলিশ নতুন করে অভিযুক্তের ১৪ দিনের হেফাজত চাইলেও আদালত তা মঞ্জুর করেনি।

