ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। মহকুমার সেরা ইয়ং ব্লাড ক্লাব। শনিবার খেতাব নির্ণায়ক ম্যাচে ইয়ং ব্লাড ক্লাব ৬৪ রানে পরাজিত করে বুলেট ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। ধূমাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন ইয়ং ব্লাড ক্লাবের গড়া ২৫৩ রানের জবাবে বুলেট ক্লাব ১৮৯ রান করেত সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে সঞ্জয় মালাকার শতরান করেন। এছাড়া আর্জু দেববর্মা ৫ উইকেট পেয়েছেন। বৃষ্টির জন্য মাঠে জল জমে থাকায় এদিন নির্ধারিত সময়ের পরে খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে করা হয় ৩৭। সকালে টসে জয়লাভ করে ইয়ং ব্লাড ক্লাব নির্ধারিত ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন সঞ্জয় মালাকার। ঝড়ো ব্যাট করে সঞ্জয় করেন শতরান। শতরান করতে ৭৯ বল খেলে ৯ টি বাউন্ডারি এবং ৭ টি ওভার বাউন্ডারি মারেন সঞ্জয়। এছাড়া দলের পক্ষে হিরো লাল দাস ৬৬ বল খেলে ২ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারি ৪৮, আর্জু দেববর্মা ১২ বল খেলে ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯,দেবাশিষ মারাক ২১ বল খেলে ১ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং অমৃত দাস ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। বুলেট ক্লাবের পক্ষে চিরঞ্জীৎ দাস (২/৩৪) এবং অমন সিনহা (২/৩৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে বুলেট ক্লাব ৩২.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রণজিৎ দাস ৪৮ বল খেলে ৪ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫,রাজদীপ দাস ৪১ বল খেলে ২ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১,সুদর্শন দাস ১৮ বল খেলে ২ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫,অমন সিনহা ২৯ বল খেলে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। ইয়ং ব্লাড ক্লাবের পক্ষে আর্জু দেববর্মা (৫/২৬) এবং সোহেল চাকমা (২/৩৫) সফল বোলার।
2022-07-02