আগরতলা, ২ জুলাই : আইপিএফটি দলে বড়সড় ভাঙ্গন ধরিয়েছে তিপরা মথা। গ্রেটার তিপরা ল্যান্ড গঠনের দাবিকে সামনে রেখে তিপরা মথা সাংগঠনিক শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। শনিবার এক যোগদান সবাই আইপিএফটি ছেড়ে ১৯০০ পরিবারের প্রায় আট হাজার ভোটার আনুষ্ঠানিকভাবে তিপরা মথা দলে যোগদান করেছেন। তাদেরকে দলে বরণ করে নেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
আইপিএফটি দলে বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শাসক জোট শরিকের দল ছেড়ে শনিবার আনুষ্ঠানিক ভাবে ১৯০০ পরিবারের প্রায় আট হাজার ভোটার আনুষ্ঠানিকভাবে তিপরা মথা দলে যোগদান করেছেন বলে দলের তরফে দাবি করা হয়েছে। তাদেরকে দলে বরণ করে নেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ জানান, গ্রেটার তিপরা ল্যান্ডের দাবিকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই আইপিএফটি ছেড়ে একটা বড় অংশ তিপরা মথা দলে সামিল হয়েছে। আরো বহু মানুষ তাদের পতাকা তলে শামিল হওয়ার জন্য যোগাযোগ করে চলেছেন।
তিনি চাইছেন, গ্রেটার তিপরাল্যান্ড গঠনের দাবিকে শক্তিশালী করার লক্ষ্যে সকল অংশের জনজাতি জনগণকে ঐক্যবদ্ধ হোক। প্রদ্যুৎ কিশোর বলেন, সাংবিধানিক উপায়ে তারা তাদের দাবি আদায় করতে বদ্ধপরিকর। বিচ্ছিন্নভাবে গ্রেটার তিপরাল্যান্ডের দাবি না করে একই ছাতার তলে এসে দাবীকে জোরদার করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।এদিন প্রদ্যুৎ কিশোর বলেন, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এখনো আইপিএফটি দলেই রয়েছেন। কেননা তিনি এখনো পর্যন্ত বিধায়ক পদ ছাড়েননি। যতদিন পর্যন্ত তিনি বিধায়ক থাকবেন ততদিন পর্যন্ত তাকে দলে বরণ করা সম্ভব নয়।