সরকারী নীতি মেনে লোকসান বাস ও জীপ চালকদের, নাগেরজলায় বিক্ষোভ

আগরতলা, ২ জুলাই : সরকারি নীতিকে মান্যতা দিতে গিয়ে বিপাকে পড়েছেন বাস ও জীপ চালকরা। তার প্রতিবাদে শনিবার নাগেরজলা বাসস্ট্যান্ডে বাস এবং জীপ চালকরা গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

তাদের অভিযোগ, জেলা শাসকের নির্দেশে বটতলা থেকে তাদেরকে নাগেরজলা স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু এখন বটতলা এলাকা থেকেই প্রাইভেট গাড়িগুলি যাত্রী নিয়ে চলে যাচ্ছে। এব্যাপারে নিশ্চুপ পরিবহন দপ্তর। ফলে ব্যানিজিক গাড়ির চালকরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

তাদের আরও অভিযোগ, বহুবার তারা পরিবহন দপ্তরকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাদের অভিযোগে কর্ণপাত করেনি দপ্তর।  যদি সরকারি নিয়মকে মান্যতা দিতে গিয়ে এই ধরনের সমস্যার সৃষ্টি হয় তবে আগামী দিনে দপ্তর কোনো ব্যাবস্থা না গ্রহন করলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।