নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): দু”দিনের সফরে গুজরাটে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ৩-৪ জুলাই গুজরাটেই থাকবেন কেজরিওয়াল। এই সময়ে গুজরাটে বেশ কিছু কর্মসূচি রয়েছে আপ প্রধানের। মূলত আহমেদাবাদেই থাকবেন অরবিন্দ কেজরিওয়াল।
আপ সূত্রে শনিবার জানা গিয়েছে, রবিবার ও সোমবার গুজরাট সফরে যাবেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ৩-৪ জুলাই তিনি দিল্লিতেই থাকবেন। ৩ জুলাই তিনি দলের নতুন পদাধিকারীদের শপথবাক্য পাঠ করাবেন এবং ৪ জুলাই তিনি টাউন হল বৈঠকে যোগ দেবেন। গুজরাটে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের আনাগোনা। কেজরিওয়াল এর আগেও অনেকবার গুজরাটে এসেছেন দলীয় কর্মীদের উজ্জীবিত করতে।