ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। বাইখোরা স্কুলের পর ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে গেলো জুলাইবাড়ি স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। শনিবার বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে জোলাইবাড়ি স্কুল ৪ উইকেটে পরাজিত করে ব্রিন্তক সামাজিক সংস্থাকে। ব্রিন্তক সামাজিক সংস্থার গড়া ৮৩ রানের জবাবে জোলাইবাড়ি স্কুল ২৬ ওভার বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের রাহুল গুহ ৪ উইকেট নেয় এবং ধোনি রিয়াং ৩৬ রান করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্রিন্তক সামাজিক সংস্থা ৩০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৩ রান করে। দলের পক্ষে অর্ঘদ্বীপ সেন ৩৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং সোহেল মগ ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ২১ রান। জোলাইবাড়ি স্কুলের পক্ষে রাহুল গুহ (৪/৬), শায়ন নম: (২/১৭), সৌরভ নম: (২/২২) এবং চিন্ময় বিশ্বাস (২/২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জোলাইবাড়ি স্কুল। দলের পক্ষে ধোনী রিয়াং ৩৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং শায়ন নম: ১১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। ব্রিন্তক সামাজিক সংস্থার পক্ষে শোহল মগ(৪/২১) সফল বোলার।
2022-07-02