রামপুর, ২ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের রামপুর জেলায় লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। শুক্রবার রাত দশটা নাগাদ রামপুর জেলার শাহজাদপুর রেল স্টেশনের কাছেই বেলাইন হয়ে যায় মালগাড়িটি। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফ। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। গভীর রাত থেকেই শুরু হয় রেললাইন মেরামতের কাজ। এই দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
রেল সূত্রের খবর, শুক্রবার রাত দশটা নাগাদ শাহজাদপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফ। শুরু হয় রেললাইন মেরামতের কাজ। কী কারণে লাইনচ্যুত হল মালগাড়িটি, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। রেল দুর্ঘটনার জেরে বিঘ্নিত হয় ট্রেন পরিষেবাও।