নয়াদিল্লি, ২ জুলাই ( হি. স.) : অমরাবতীর ওষুধ ব্যবসায়ী উমেশ প্রহ্লাদ কোলহের খুনের তদন্তভার দেওয়া হল এনআইএ-কে৷ শনিবার টুইট করে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দু’সপ্তাহ আগের ওই খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের পুলিশ হেফাজতে থাকার মেয়াদ বাড়িয়ে ৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।
গত ২১ জুন রাতে ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খুন হন উমেশ। তাঁকে ছুরি দিয়ে কোপায় দুষ্কৃতীরা। খুনের কিছুদিন আগে উমেশ বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মার সমর্থনে ফেসবুক পোস্ট করেছিলেন। পুলিশের অনুমান, নূপুর শর্মার বক্তব্যের সমর্থনে উমেশ ফেসবুক পোস্ট করায় তাঁকে খুন করা হয়েছে। উমেশের পরিবারেরও এমনটাই অভিযোগ। উমেশের ছেলে সংকেতের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে দুজনকে গ্রেফতার করে। ধৃতরা হল মুদস্সর আহমেদ এবং শাহরুখ পাঠান। তাদের জেরা করে ঘটনার পিছনে আরও চারজনের জড়িত থাকার কথা জানতে পেরেছে সিটি কোতয়ালি থানার পুলিস। তাদের মধ্যে আব্দুল তৌফিক, শোয়েব খান এবং আতিব রশিদ নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শামিম আহমেদ বলে আর এক যুবক পলাতক।