আহমেদাবাদ, ২ জুলাই (হি.স.): গুজরাটের আহমেদাবাদে চারাগাছ রোপণ কর্মসূচির সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দিনের শুরুতেই আহমেদাবাদের হেবাতপুরে রোপণ কর্মসূচির সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিজের হাতে একটি চারাগাছ রোপণ করেছেন। পরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আহমেদাবাদের চাঁদলোদিয়া রেলওয়ে স্টেশনে একটি উচ্চ-স্তরের প্ল্যাটফর্ম এবং বুকিং কাউন্টার উদ্বোধন করেছেন। উদ্বোধন করার পর উচ্চ-স্তরের প্ল্যাটফর্ম এবং বুকিং কাউন্টার ঘুরে দেখেন তিনি। এছাড়াও আহমেদাবাদের চাঁদলোদিয়া রেলওয়ে স্টেশনে চাঁদলোদিয়া-খোদিয়ার রেলওয়ে আন্ডারব্রিজের উদ্বোধন করেছেন তিনি। প্রসঙ্গত, এখন গুজরাট সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।