ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। মুষলধারে বৃষ্টির পর মাঠে জল কমতেই আবার বণ্যা। এবার গোলের বণ্যা। জম্পুই প্লে সেন্টারের কাছে বিধ্বস্ত হলো খুইপুলুং প্লে সেন্টার। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন( পিত্রা কামি ক্লাব)। শনিবার ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধ্যান্য নিয়ে খেলতে থাকেন জম্পুই প্লে সেন্টারের ফুটবলাররা। দক্ষতা, শক্তি এবং বল নিযন্ত্রণে খুমপুই দলের থেকে অনেকটাই এগিয়ে ছিলো জম্পুই এর ফুটবলাররা। প্রথমার্ধেই জম্পুই এগিয়ে যায় ৭-০ গোলে। শেষ পর্যন্ত ১০-১ গোল জয় পায় জম্পুই। বিজয়ী দলের পক্ষে ভত্র সাধন জমাতিয়া হ্যাটট্রিক করেন। এছাড়া দলের পক্ষে কৌতল জমাতিয়া দুটি, জামেন জমাতিয়া, শিবা দেববর্মা, সঞ্জীৎ দেববর্মা এবং মঙ্গল সিং দেববর্মা একটি ওগল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন বিশ্ব মানিক জমাতিয়া। খেলা পরিচালনা করেন সরল কুমার জমাতিয়া। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।
2022-07-02