ফিরোজপুর, ২ জুলাই (হি.স.): ভুলবশত পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল ৩ বছরের একটি শিশু। ওই শিশুকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিএসএফ জানিয়েছে, গত ১ জুলাই পাকিস্তান থেকে ভুলবশত ভারতে ঢুকে পড়েছিল ৩ বছরের একটি শিশু।
ওই শিশুটিকে রাত ৭.১৫ মিনিট নাগাদ নিজেদের হেফাজতে নেন পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কর্তব্যরত ১৮২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। এরপর রাত ৯.৪৫ মিনিট নাগাদ শিশুটিকে পাকিস্তান রেঞ্জার্সের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ-এর পিআরও জানিয়েছেন, সৌজন্যের বিনিময়ে ওই শিশুটিকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে।