ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। জয়ের ধারা অব্যাহত আরসিসি-র। প্রথম ম্যাচে গোমতির কাছে হেরে পয়েন্ট খুইয়েছিল। পরবর্তী দুটি ম্যাচে পরপর জয় ছিনিয়ে আরসিসি এই মুহূর্তে টি-টোয়েন্টি লীগে পয়েন্ট তালিকার শীর্ষে। তিন ম্যাচের শেষে দুটি জয়ের সুবাদে প্রাপ্ত পয়েন্ট আট। আজ, শুক্রবার অমরপুর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত টি-টোয়েন্টি ক্লাব ক্রিকেট লিগে আরসিসি চার উইকেটের ব্যবধানে বৈশ্যমনি স্পোর্টস সোসাইটি-কে পরাজিত করেছে। খেলা ছিল রাঙ্গামাটি গ্রাউন্ডে। সকাল ১০ টায় ম্যাচ শুরুতে টস জিতে বৈশ্যমনি স্পোর্টস সোসাইটি প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে বিশ্বমনি স্পোর্টস সোসাইটি সব কটি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অতিরিক্ত খাতে প্রাপ্ত কুড়ি রান-ই চোখে পরার মতো। এছাড়া, প্রাণবল্লভ মোদক ও সুবীর মলসুম দুজনে ১৪ করে রান পায়। আর সি সি-র বোলার রতন জমাতিয়া ও পাপাই দাস তিনটি করে এবং সৌরভ হালদার দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে আরসিসি নির্ধারিত ২০ ওভার ফুরিয়ে যাওয়ার ১৩ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে কেউ তেমন উল্লেখযোগ্য রান পায়নি। তবে অতিরিক্ত ১৬ রান এবং প্রীতম বর্মনের অপরাজিত ১৫ রান উল্লেখযোগ্য। ভালো বোলিং-এর স্বীকৃতি স্বরূপ বিজয়ী আরসিসি-র রতন জমাতিয়া ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। দিনের খেলা বৈশ্যমনি স্পোর্টস সোসাইটি বনাম গোমতী প্লে সেন্টার।
2022-07-01