রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে পুরী; অগণিত ভক্ত সমাগম, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
পুরী, ১ জুলাই (হি.স.): রথযাত্রা উপলক্ষ্যে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে জগন্নাথ ধাম পুরী। দু’বছর পর ভক্তদের সমাগমে ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা ও জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার আজ থেকে। মহসমারোহে নয় দিনব্যাপী চলবে রথ। উৎসবে সামিল হতে পুরীতে ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা। এবার বাড়তি সতর্কতা অবলম্বন করেই পুরীতে রথযাত্রা পালিত হচ্ছে। করোনা-অতিমারীর কারণে বিগত দুই বছর সাধারণ পুণ্যার্থীরা পুরীতে আসতে পারেননি। সেবায়তদের উপস্থিতিতেই রথযাত্রা পালিত হয়েছে। কিন্তু, এবার রথযাত্রায় ভক্তদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। ওডিশার ডিজিপি সুনীল কুমার বনসল জানিয়েছেন, রথযাত্রা শুরু হয়েছে, লক্ষাধিক মানুষ জড়ো হয়েছেন। ভক্তদের যাতে নির্বিঘ্নে প্রভুর পুজো দিতে পারেন তাই ট্রাফিক, পার্কিং, ভিড় নিয়ন্ত্রণ এবং ভিআইপি চলাচলের জন্য বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে।
কিন্তু, এবার দূরদূরান্ত থেকে পুরীতে এসেছেন ভক্তরা। তবে, এখন ফের বাড়ছে করোনা-সংক্ৰমণ। তাই পুনরায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। রথযাত্রায় অংশ নেওয়া ভক্তদের জন্য মাস্ক বাধ্যতামূলক। প্রশাসন সূত্রের খবর, এবার পুরীর রথযাত্রায় প্রায় ১০ লক্ষ ভক্তের সমাগম হতে পারে। বিগত দু’মাস ধরে দিনরাত কাজ করে তৈরি করা হয়েছে নবনির্মিত তিনটি রথ। সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ।
এই বছর আষাঢ় শুক্ল দ্বিতীয়া তিথি ৩০ জুন সকাল ১০টা ৪৯ মিনিটে শুরু হয়ে ১ জুলাই দুপুর ১টা ৯মিনিটে শেষ হবে। জগন্নাথ যাত্রা শুরু হয়েছে ১ জুলাই, শুক্রবার। ঐতিহ্য অনুসারে, ভগবান জগন্নাথ শ্রীহরি হলেন ভগবান বিষ্ণুর অন্যতম প্রধান অবতার। জগন্নাথের রথের নির্মাণ ও নকশা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। বসন্ত পঞ্চমী থেকে শুরু হয় কাঠ সংগ্রহের কাজ। রথের জন্য কাঠ বিশেষ বন দশপল্লা থেকে সংগ্রহ করা হয়। রথযাত্রার যে প্রথা সকলকে মুগ্ধ করে তা হল, ঈশ্বর এই সময়ে ১৪ দিন নির্জনে থাকেন। আসলে এই সময় সব মন্দির বন্ধ থাকে। কথিত আছে, জ্যৈষ্ঠ পূর্ণিমা উপলক্ষ্যে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে ১০৮ পাত্র জল দিয়ে স্নান করানো হয়েছিল। এই অনুষ্ঠানকে বলা হয় সহস্ত্রধারা স্নান। কিন্তু পরে এই স্নানের কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন এবং ভেষজ দিয়ে চিকিৎসা করা হয়। তাই এই নির্জনতার আচার। ১৫ তম দিনে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দর্শন দেন।
রথের পুণ্য তিথিতে উপ রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নায়ডু সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “রথযাত্রা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা। ভগবান জগন্নাথের কাছে নিরন্তর আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা সবাই সুস্বাস্থ্য ও সুখে আশীর্বাদিত হউক এটাই কামনা করছি।”