Football :কিল্লায় পিত্রাকামি ফুটবল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।।পরিত্যক্ত হলো ম্যাচ। মুষলধারে বৃষ্টির জন্য। শুক্রবার পিত্রা কামির মুখোমুখি হওয়ার কথা ছিলো জয়িং বাড়ি। কিন্তু এদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ায মাঠের বিভিন্ন অংশে জল জমে যায়। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন(‌ পিত্রা কামি ক্লাব)‌। নির্দিষ্ট সময়েই দুই দলের ফুটবলাররা মাঠে আসলেও মুষলধারে বৃষ্টির জন্য মাঠের বেশীরভাগ জায়গায় জল জমে যাওয়ায় বাধ্য হয়েই রেফারিরা খেলা না করানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ জম্পুই প্লে সেন্টার খেলবে খুইপুলুং প্লে সেন্টারের বিরুদ্ধে। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।