ইম্ফল, ১ জুলাই (হি.স.): মণিপুরের ননে জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। শুক্রবার উদ্ধার হয়েছে আরও চারটি দেহ। কমপক্ষে ৬০ জন এখনও নিখোঁজ, তাঁদের খোঁজে চলছে উদ্ধারকাজ। বুধবার মধ্যরাতে টুপুল স্টেশনের কাছে ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে ধস নামে। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়। সেনা ও রেল কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধারকাজ চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুক্রবার সকালে এসডিআরএফ জানিয়েছেন টুপুলে উদ্ধারকাজ চালানোর সময় শুক্রবার আরও চারটি দেহ উদ্ধার হয়েছে।
আহতদের ননে সেনা মেডিক্যাল ইউনিটে চিকিৎসা চলছে। খারাপ আবহাওয়া ও নতুন করে ধসের জেরে বারবার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৬০ জন। কয়েকজন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কর্মীদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। ধ্বংসস্তূপে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি নির্মীয়মাণ রেললাইনের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে সেনা মোতায়েন করা হয়েছিল।