Pm Modi: উদ্যমী ভারত অনুষ্ঠানে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর, বেশ কিছু কর্মসূচির সূচনা

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নতুন দিল্লিতে উদ্যমী ভারত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন। সেখানে তিনি ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রের বেশ কিছু কর্মসূচির সূচনা করেছেন, এর মধ্যে রয়েছে রাইজিং অ্যান্ড এক্সিলারেটিং এমএসএমই পারফরম্যান্স প্রকল্প। প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচী-র অধীনে সুবিধাভোগীদের ২০২২-২৩-এর জন্য ডিজিটালি সুবিধা হস্তান্তর করেছেন। একই সঙ্গে এমএসএমই আইডিয়া হ্যাকাথন ২০২২-এর বিজয়ীদের নামও ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ বিজ্ঞান ভবনে আয়োজিত হয় উদ্যমী ভারত অনুষ্ঠান। ‘উদ্যমী ভারত’ শুরু থেকেই এমএসএমই-র ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার জন্য সরকারের ক্রমাগত প্রতিশ্রুতির প্রতিফলন। এই অনুষ্ঠান থেকে প্রায় ৬০০০ কোটি টাকা ব্যয়ে ‘রাইজিং অ্যান্ড এক্সিলারেটিং এমএসএমই পারফরমেন্স’ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রথমবার এমএসএমই রফতানিকারকদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পেরও সূচনা করেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *