বর্ষা ঢুকে পড়ল সমগ্র দিল্লিতে, উত্তর প্রদেশ ও হিমাচলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): অবশেষে বর্ষার দক্ষিণ্য পেল রাজধানী দিল্লি। বর্ষার আগমন হয়েছে উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরেও। এছাড়াও রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশে বৃহস্পতিবার বর্ষার আগমন হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, রাজস্থানের কিছু অংশ, সমগ্র দিল্লি, পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশে বর্ষার আগমন হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে আচমকাই আবহাওয়া বদলে যায় রাজধানীতে, হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে মনোরম পরিবেশ ফিরেছে দিল্লিতে। একধাক্কায় তাপমাত্রার পারদ কমে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এই বৃষ্টির মধ্যেই আইএমডি জানাল, রাজধানীতে আগমন হয়েছে বর্ষার। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিল্লির কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যেমন কৈলাসের পূর্ব, উত্তর-পশ্চিমে বুরারি, পূর্ব দিল্লিতে শাহদারা, পাটপারগঞ্জ এবং মধ্য দিল্লিতে আইটিও ক্রসিং এবং ইন্ডিয়া গেট প্রভৃতি জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে গরম একেবারেই উধাও হয়ে গিয়েছে দিল্লি থেকে। তবে, রাজধানীর রাজপথে ব্যাপক যানজট হয় এদিন।