দুর্নীতির অভিযোগ, প্রধান শিক্ষককে তালাবন্দী করে রাস্তা অবরোধ ছাত্রীদের

কৈলাসহর, ৩০ জুন (হি. স.) : বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে  দুর্নীতির অভিযোগ এনে স্কুলে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করল ছাত্রীরা। কৈলাসহর বাবুরবাজার যুবরাজ নগর বালিকা বিদ্যালয়ে ওই ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রীদের কর্মকান্ডে পক্ষে-বিপক্ষে মত রয়েছে।

অভিযোগ, প্রায় সাড়ে ৪ বছর ধরে ওই বিদ্যালয়ে স্কুল পরিচালন কমিটি নেই। যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত বারবার বিদ্যালয়ে জানানোর পরও স্কুল পরিচালন কমিটি গঠন করা হয়নি। এদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষিক খোদ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর বারোটার সময় যুবরাজনগর বালিকা বিদ্যালয়ে এলাকাবাসী এসে দেখতে পান তখনো পর্যন্ত ছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্না করার কোন ব্যবস্থা হয়নি।

এলাকাবাসীর আরও অভিযোগ, যুবরাজনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসে ১০ থেকে ১২ দিন স্কুলে আসেন এবং যেদিনে আসেন একটা থেকে দেড়টার পরে স্কুলে উপস্থিত হন। এই ধরনের পরিবেশ দেখে আজ এলাকাবাসী ছাত্রীদের সাথে নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের ভিতর রেখে স্কুলে তালা ঝুলিয়ে দেন। 

এখানেই থেমে যাননি এলাকাবাসী। বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কৈলাসহর বাবুরবাজার চৌমুহনীতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এই রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর ইরানি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে  শিক্ষা দপ্তরের আধিকারিকদের  প্রতিশ্রুতি পর  আন্দোলনকারীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন।এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছাত্রীরা তালাবন্দী করার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ সাধারণ মানুষ এই পদক্ষেপের সমর্থন করেছেন। কিন্তু, একাংশের মতে ছাত্রীদের প্রধান শিক্ষককে তালাবন্দী করা উচিত হয়নি। রাস্তা অবরোধ মেনে নেওয়া যায়। কিন্তু, শিক্ষকের সাথে ছাত্রীদের ওই আচরণ সামাজিক অবক্ষয় এবং রাজনীতির অঙ্গ বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *