আগরতলা, ২৯ জুন (হি. স.) : ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। পিসিএম বিভাগে বিভাবসু দেবনাথ এবং পিসিবি বিভাগে পার্থিব রায় প্রথম হয়েছেন।
আজ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ড. রাজা চক্রবর্তী জানান, এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৪৭৩৯জন পরীক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে পিসিএম বিভাগে ২৪৯৮ জন এবং পিসিবি বিভাগে ৪১৪২ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছেন।তিনি জানান, পিসিএম বিভাগে বিভাবসু দেবনাথ এবং পিসিবি বিভাগে পার্থিব রায় প্রথম হয়েছেন। মৈনাক পাল পিসিএম এবং পিসিবি উভয় বিভাগেই দ্বিতীয় হয়েছেন। অর্ঘদীপ সাহা পিসিএম বিভাগে এবং সমীক সাহা পিসিবি বিভাগে তৃতীয় হয়েছেন। তিনি বলেন, কাউন্সেলিং-র সময়সূচী পড়ে জানানো হবে।

