TMC :দাবী পুরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি টিএমসির ইন্টার্ন চিকিৎসকদের

আগরতলা, ২৯ জুন৷৷  বুধবার সংবাদিক সম্মেলন করে ত্রিপুরা মেডিকেল কলেজের কর্তৃপক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একরাশ ক্ষোভ উগড়ে দিল বিক্ষোভরত ইন্টার্ন ডাক্তাররা৷  তারা বলেন, কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে  তাদের দাবিগুলো সম্পর্কে  আগে থেকে কোন কিছু জানানো হয়নি৷ কিন্তু ইন্টার্নশিপে থাকা ডাক্তাররা আন্দোলনে যাওয়ার আগে লিখিত আকারে তাদের কাছে দাবিগুলি তুলে ধরেছিলেন৷ কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ৷ 

এমনকি তাদের কথায় কর্নপাতই করেনি৷ এমনই অভিযোগ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা৷ তারা আরো বলেন, গতকাল বলা হয়েছে যে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগদান না করলেও তেমন কোনো প্রভাব পড়বে না চিকিৎসা পরিষেবায়৷ কিন্তু  ইন্টার্ন চিকিৎসকদের দাবি, তারা শিক্ষানবিস হলেও তাদের উপরও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই নির্ভর করছে৷ ডাক্তারদের মত তারাও সকাল সন্ধ্যা ডিউটি চালিয়ে যাচ্ছেন৷ হাসপাতালে ভর্তি রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন প্রতিদিন৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের সামনে যে কথাটি বলেছেন সেটিকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন তারা৷ 

পক্ষকালের উপর সময় ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা৷ দাবি পূরণ না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *