ডিমা হাসাওয়ের লাংটিঙে সুমো-বাইক মুখোমুখি, হত লংকার বাসিন্দা, আহত পাঁচ

হাফলং (অসম), ২৯ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় টাটা সুমো ও মটর বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জনৈক ব্যক্তি। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতকে হোজাই জেলার অন্তর্গত লংকার কারাইখানার বাসিন্দা রবীন্দ্র সিনহা (২৮) বলে শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনাটি আজ বুধবার সকাল প্ৰায় সাড়ে আটটা নাগাদ লামডিং-হাফলং ২৭ নম্বর জাতীয় সড়কের লাংটিঙে ইকোপার্কের কাছে সংঘটিত হয়েছে।

লাংটিং পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মাহুর থেকে একটি টাটা সুমো যাত্ৰী নিয়ে লামডিঙের উদ্দেশ্যে যাচ্ছিল। টাটা সুমোটি রাস্তার ভুল দিক (রং সাইড) ধরে যাওয়ায় ইকোপার্কের কাছে গিয়ে দুৰ্ঘটনাটি সংঘটিত হয়েছে। ওই সময় বিপরীত দিক থেকে আসছিল এএস ০২ এএইচ ৭৩৯৪ নম্বরের একটি মটর সাইকেল। তখনই মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মটর সাইকেলের আরোহী লংকার কারাইখানার বাসিন্দা রবীন্দ্র সিনহা। তাছাড়া ওই ঘটনায় মটর বাইকের পিছনের আরোহী লংকা কারাইখানার বিজয় সাহু (২৪) এবং টাটা সুমোর অন্য চার যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন।

পুলিশ গুরুতরভাবে আহত পাঁচ জনকে উদ্ধার করে লাংটিং হাসপাতালে পাঠিয়েছে। তবে মটর বাইকের পিছনের আরোহী বিজয় সাহুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো স্থানান্তর করা হয়েছে। এদিকে নিহত রবীন্দ্র সিনহার মৃতদেহ ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।