Pm Modi: উত্তরপ্রদেশের উন্নয়নে জোর প্রধানমন্ত্রী মোদীর, আগামী মাসে দুবার রাজ্যে যাবেন মোদী

নয়াদিল্লি, ২৯ জুন ( হি. স.) : উত্তরপ্রদেশের উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাসে এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী মোদী দুবার উত্তরপ্রদেশ রাজ্য সফর করবেন। আগামী ৭ জুলাই তাঁর সংসদীয় এলাকা বারাণসী পৌঁছবেন। আবার ১২ জুলাই তিনি বুন্দেখন্দ এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন।

যদিও প্রধানমন্ত্রী মোদী দেশের সার্বিক উন্নয়ন করলেও তাঁর নজর খুব বেশি উত্তরপ্রদেশে। কারণ, একটি হল তিনি উত্তরপ্রদেশের সাংসদ, দ্বিতীয়ত, তিনি যোগী আদিত্যনাথের মত মুখ্যমন্ত্রী পেয়েছেন। রাজ্যের উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী। প্রধানমন্ত্রী মোদী নিজেও অনেক জায়গায় তাঁর প্রচেষ্টার প্রশংসা করেছেন।
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে ঝাঁসি-এলাহাবাদ হাইওয়ে থেকে ভারতকুপের কাছে চিত্রকুট থেকে শুরু হয়ে এবং এটাওয়ার তাখার কুদ্রাইল গ্রামের কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে যুক্ত হয়েছে। এর মোট দৈর্ঘ্য ২৯৬.০৭ কিমি। এই এক্সপ্রেসওয়ে চার লেনের। এটিকে ছয় লেনে সম্প্রসারিত করা যেতে পারে। এক্সপ্রেসওয়ের চারটি জায়গায় জ্বালানি পাম্প বসানো হবে। তার প্রস্তুতি চলছে। এক্সপ্রেসওয়ের পাড়ে গাছ লাগানো হবে।

এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষ। আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এর উদ্বোধনের প্রস্তুতি চলছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে জনসাধারণের জন্য উত্সর্গ করার পরে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে। প্রধানমন্ত্রী মোদী ১২ জুলাই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন। এটি বুন্দেলখণ্ডের উন্নয়নে নতুন গতি দেবে।