আমবাসা, ২৯ জুন : ফের রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে সামিল হলেন গিরিবাসিরা। লংতরাইভ্যালি মহাকুমার শিববাড়ি থেকে চিচিংছড়া যাবার রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায়। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসীরা। কিন্তু কাজের কাজ কোন কিছুই হচ্ছে না বলে অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে ব্লক আধিকারিক থেকে শুরু করে মহকুমা আধিকারিক এবং জেলা আধিকারিকের দ্বারস্থও হয়েছেন তারা। কিন্তু রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না দপ্তর। অসুস্থ রোগী থেকে শুরু করে গর্ভবতী মায়েদের এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। যার ফলে তাদের জীবন সংশয় দেখা দেয়। তাই বাধ্য হয়ে বুধবার ক্ষুব্ধ এলাকাবাসীরা লংতরাইভ্যালি মহকুমার মাছলি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বসেন।
তাঁদের সাফ কথা, যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কার করে দেওয়া হবে না ততক্ষণ তারা আন্দোলন জারি রাখবেন। এদিকে, রাস্তা অবরোধের ফলে দুদিক থেকে প্রচুর যানবাহন আটকে পড়ে। ভোগান্তির শিকার হতে হয় যানচালক থেকে শুরু করে যাত্রীদেরও।
জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লংতরাইভ্যালি মহকুমা শাসক। মহকুমা শাসক অবরোধকারীদের আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়ার আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় রাস্তা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর স্বাভাবিক হয় জাতীয় সড়কের যান চলাচল।