আগরতলা, ২৯ জুন : রাজধানী আগরতলা শহরের জল নিষ্কাশনের সমস্যা সমাধানে আরো তিনটি পাম্প এবং হাওড়া ও কাটাখালের নাব্যতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পুর নিগম। এবিষয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে বুধবার পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গীত্যে, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এবং অন্যান্য ইঞ্জিনিয়ারসহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আগরতলা শহরের জল নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য এবছর বৃষ্টিতে রাজধানী আগরতলা শহর ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। বানভাসি অবস্থা অন্যান্য বছরের তুলনায় আরো চরম আকার ধারণ করেছে। শহর এলাকার রাস্তাঘাট এবং বাড়িঘর ও দোকানপাটে জল জমে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। তাতে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন মানুষ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আগরতলা শহর এলাকার বানভাসি অবস্থা প্রত্যক্ষ করে জনগণকে বানভাসি অবস্থা থেকে উত্তরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে অনুযায়ী আগরতলা শহরে নতুন আরো ১৬ টি উন্নত মানের পাম্প মেশিন বসানো হয়েছে। বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের জন্য এইসব মেশিনগুলোকে কাজে লাগানো হচ্ছে। কিন্তু তাতেও জল নিষ্কাশন ব্যবস্থা তেমন সফল হয়নি।
স্বাভাবিক কারণেই আগরতলা শহর ও শহরতলীর এলাকার মানুষের দুঃখ-দুরশা আরো চরম আকার ধারণ করেছে। বিষয়টি আগরতলা পুরো নিগমের মেয়র সহ প্রত্যেকেই স্বীকারও করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা খতিয়ে দেখেই বুধবার পুর নিগমের কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে পুরো নিগমের মেয়র দীপক কুমার মজুমদার জানান হাওড়া ও কাঁঠালের নব্যতা বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগরতলা শহরে আরো তিনটি পাম্প মেশিন বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে পৌরনিগমের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে। হাওড়া এবং কাটাখালের নব্যতা বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে পুর নিগমের তরফ থেকে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুর নিগমের মেয়র জানিয়েছেন, আগরতলা শহর এলাকাকে বানভাসি অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান প্রশাসন সব ধরনের প্রচেষ্টা জারি রেখেছে। এ বিষয়ে পুরো নিগমের মেয়র জনসাধারণের সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন।