ভুবনেশ্বর, ওড়িশা, ২৭ জুন।। জয়ের হ্যাটট্রিক ভারতের। পয়েন্ট তালিকায় আয়োজক থাইল্যান্ডের সমপর্যায়ে রয়েছে টিম ইন্ডিয়া। থাইল্যান্ডের নাখন প্যথমে ২১-তম প্রিন্সেস কাপ, তৃতীয়বারের মতো এশিয়ান ভলিবল কনফেডারেশন মহিলাদের চ্যালেঞ্জ কাপ ভলিবল টুর্নামেন্ট চলছে। ২৪ জুন প্রথম ম্যাচে ভারত ২৫-১৬, ২৫-১৯ এবং ২৫-৮ পয়েন্টে অর্থাৎ ৩-০ সেটে সিঙ্গাপুরকে হারিয়ে দারুণ সূচনা করেছে। পরদিন দ্বিতীয় ম্যাচে ভারত দুর্দান্তভাবে জয় পেয়েছে উজবেকিস্তানকে ২৫-১৬, ২৫-১৩ ও ২৫-১৬ পয়েন্টে অর্থাৎ ৩-০ সেটে হারিয়ে। রবিবার তৃতীয় ম্যাচে ভারত মালয়েশিয়ার বিরুদ্ধেও দুর্দান্ত জয় পেয়েছে। ভারত মালয়েশিয়াকে ২৫-১৭, ২৫-১৬ ও ২৫-২২ পয়েন্টে অর্থাৎ ৩-০ সেটে পরাজিত করে জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। ভারতীয় দলের খেলোয়ারদের মধ্যে দলনেত্রী নির্মলা এবং সেটার জিনি দুর্দান্ত খেলছে। কে.পি অনুশ্রী বেস্ট স্কোরারের খেতাবও পেয়েছে। আজ বিরতির পর আগামীকাল বেলা একটায় ভারত, হংকং-এর বিরুদ্ধে এবং পরদিন ৬ দলীয় লীগ আসরে ভারত খেলবে আয়োজক থাইল্যান্ডের বিরুদ্ধে। উল্লেখ্য, থাইল্যান্ড প্রথম ম্যাচে হংকং-কে, দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে এবং তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে ভারতের সঙ্গে সম পর্যায়ে রয়েছে। পরবর্তী ম্যাচ গুলোতে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেই ভারত প্রিন্সেস কাপ জয়ের গৌরব অর্জন করতে পারবে। ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সভাপতি অচ্যূত সামন্ত টিম ইন্ডিয়ার প্রত্যেক খেলোয়াড়দের সাফল্য কামনা করছেন।
2022-06-27